মিঠাবাড়ী ইমামের নেতৃত্বে এতেকাফে থাকা আকবরের ধান কেটে দিলো রোজাদার মুসাল্লীরা প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, মে ১৫, ২০২০ | আপডেট: ৭:২৩:অপরাহ্ণ, মে ১৫, ২০২০ সম্প্রতি করোনাভাইরাস(কোভিড-১৯) এর কারণে গোটা দেশ অচল। হাট-বাজার দোকানপাট অফিস আদালত সবকিছুই বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘোষণা হওয়ার ফলে বেশ বিপাকে পড়েছে অসহায় গরীব খেটে খাওয়া মানুষ। এরই মধ্যে ইরি ধান উঠতে শুরু করেছে কৃষকের ঘরে। ইরি ধান কে ঘিরে অনেক ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কিন্তু এরই মধ্যে রোজা শেষ হতে চলেছে। রোজার নিয়ম অনুযায়ী রোজার শেষ ১০ দিন এতেকাফে থাকতে হবে এক জন মুসাল্লী কে। তা না হলে মহল্লা সকল মানুষ গোনাহগার হবে। কিন্তু মিঠাবাড়ী শেখ পাড়া জামে মসজিদে এরই মধ্যে দেখা দিয়েছে এতেকাফে থাকার লোক সংকট, সেই লোক সংকট কাটাতে, মিঠাবাড়ী গ্রামের আকবর আলীকে এতেকাফে থাকার জন্য রাজি করান মিঠাবাড়ী শেখপাড়া মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী মোঃ মাহবুবুর রহমান। কিন্তু তার জমিতে ধান থাকায় তিনি এতেকাফে বসতে তেমন আগ্রহ ছিল না। পরে মিঠাবাড়ী শেখ পাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে সেই বিষয়টি নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছান মুসাল্লীরা। পরে ইমাম সাহেব মুসল্লীদের নিয়ে আকবর আলীর জমির ধান কেটে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় আজ ১৫ মে( শুক্রবার) মিঠাবাড়ী শেখপাড়া মসজিদের ইমাম সাহেব তার মুসাল্লী মিঠাবাড়ী শেখপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন মিজান, রাহী, রানা, পল্টু, নুরুজ্জামান, ইয়াছিন, মুছা, মিলন, কালাম, মহব্বত, আসিফ, মনিরুল, আকবর আলীর ১০ কাটা জমির ধান কেটে দেন এবং তার সেই জমির ধান আকবর আলীর ঘরে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। করোনা ভাইরাস সংবাদটি পড়া হয়েছে ৪৪৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় সাপের কামড়ে এক যুবকের মৃত্যু সড়ক দূর্ঘটনায় পাটকেলঘাটার দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু