তালায় প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, মে ১২, ২০২০ | আপডেট: ৫:৩৯:অপরাহ্ণ, মে ১২, ২০২০ সাতক্ষীরার তালায় করোনা ভাইরাস প্রতিরোধ ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবকের কাছে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ডিজাষ্টার ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা প্রতিবন্ধী স্কুলে মাঠে ৮০ জন শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক, ডিজাষ্টার ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের পরিচালক আমিষ কুমার দাস,সভাপতি দেবাষীশ কুমার দাস,প্রধান শিক্ষক চন্দনা দাস,ইউপি সদস্য ইয়াছিন প্রমূখ। এসময় ৮০ জন প্রতিবন্দী শিক্ষার্থীদের মাঝে ৫ কেজি চাল, ১কেজি ডাল, ১ কেজি লবন ২কেজি আলু, ১পিচ সাবান ১লিটার তেল বিতরণ করা হয়। করোনা ভাইরাসত্রাণ বিতরণ সংবাদটি পড়া হয়েছে ২১৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি তালায় অবৈধ সেমাই ফ্যাক্টরিতে ভ্রাম্যমান আদালতের অভিযান