সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক গৃহকর্মীর মৃত্যু প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, মে ১০, ২০২০ | আপডেট: ৩:৫০:অপরাহ্ণ, মে ১০, ২০২০ সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। রোববার সকালে সদর উপজেলার বল্লী ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত গৃহকর্মীর নাম ফাইমা খাতুন। তিনি কুশোডাঙ্গা গ্রামের শেখ পাড়ার হাফিজুর রহমানের স্ত্রী। স্থানীয়রা জানান, ফাইমা খাতুন একই এলাকার শাহাজান শেখের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় সকালে তিনি তার বাড়ির উদ্যেশ্যে রওয়ানা দেন।পথিমধ্যে শফিকুল সানার বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায় নেমে এসেছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচাজ (ওসি) মো.আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন । বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু সংবাদটি পড়া হয়েছে ৩৯২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরার পৌরসভার ব্যাংক লেনদেন সচল রাখার দাবীতে অবরোধ কর্মসুচি সাতক্ষীরায় এক যাত্রী নিহতের ঘটনায় ঘাতক ভ্যানচালক গ্রেপ্তার