সাতক্ষীরায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন স্বেচ্ছাসেবকলীগের প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, মে ৮, ২০২০ | আপডেট: ১১:৩৩:অপরাহ্ণ, মে ৮, ২০২০ করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন হতদরিদ্র ১২০ টি পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশনায় ও খান এন্টার প্রাইজের ব্যবস্থাপনায় শুক্রবার বিকালে সুলতানপুর বড়বাজারে উক্ত খাদ্য সামগ্রী বিতরন করেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শরিফুল ইসলাম খান বাবু। এ পর্যন্ত মোট এক হাজার পরিবারের মাঝে তিনি ব্যক্তি উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরন করেছেন বলে জানান। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, শেখ নাজমুল হক রনি, অতুল কুমার ঘোষ, অব্দুল আলিম, শাহ আলম, মিজু প্রমুখ। স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবু খান এ সময় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থাকার এবং সচেতন থাকার আহবান জানান। করোনা ভাইরাসত্রাণ বিতরণবাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ সংবাদটি পড়া হয়েছে ৩১০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় ক্ষতিকর উপাদান দিয়ে আইসক্রিম তৈরি: দুটি কারখানাকে জরিমানা সাতক্ষীরায় সরকারী নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টারে পাঠদান: সিলগালা