তালায় থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এনামুল বাঁচতে চায়! প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০ | আপডেট: ১:৫০:অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০ সাতক্ষীরার তালায় থ্যালাসেমিয়াসহ দুরারোগ্য রোগে আক্রান্ত এনামুল খাঁ (৪০) বাঁচতে চায়। সে তালা সদর ইউনিয়নের কিসমতঘোনা গ্রামের ইবাদুল খাঁর পুত্র। অর্থের অভাবে বর্তমানে সে তালা হাসপাতালে ধুঁকে ধুঁকে মরছে। হাসপাতালে চিকিৎসাধীন এনামুল খাঁ জানান, সে দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। প্রতি মাসে ৪ ব্যাগ রক্ত দিতে হয় তার। স্থানীয় কয়েকজন দানশীল ব্যক্তি উক্ত রক্ত দিতে আর্থিক সহযোগিতাও করে থাকেন। কিন্তু তারপরও অনেক টাকার দরকার হয়। সম্প্রতি তার বাম পায়ের একটি আঙ্গুল কেটে ফেলা হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে আঙ্গুল অপারেশান করে বর্তমানে সে তালা হাসপাতালে ভর্তি হয়ে সেখানে চিকিৎসা সেবা নিচ্ছে। মাত্র ১০/১৫ হাজার টাকার অভাবে পায়ের চিকিৎসা থমকে গেছে তার। এছাড়া প্রতিমাসে রক্তের টাকা যোগাড় করতেও হিমশিম পোহাতে হয় তাকে। তিনি আরও বলেন, তাদের ভিটেমাটি ছাড়া কোন জমি নেই। সংসারে কোন আয় রোজগার নেই। হতদরিদ্র পিতার পক্ষে তার চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই সমাজের দানশীল ব্যক্তিসহ সরকারি ও বে-সরকারি পর্যায়ে সাহায্য কামনা করেছে এনামুল খাঁ। এজন্য তিনি নিজের ব্যবহৃত বিকাশসহ ০১৭২২-৯৪৫৬৮০ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য সহৃদয়বান ব্যক্তিদের কাছে অনুরোধ জানিয়েছেন। সংবাদটি পড়া হয়েছে ২৩৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মোস্তফা বিশ্বাসের মৃত্যুদন্ড তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ