চুকনগরে জমির ফসল নষ্ট করে দেয়ার অভিযোগ: থানায় অভিযোগ প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০ | আপডেট: ৩:১৪:অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০ খুলনার চুকনগরে এক ব্যক্তির ফসলি জমির ফসল নষ্ট করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় তিনি ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া গ্রামের সামছুর রহমান শেখের পুত্র আলতাফ হোসেন শেখ একই গ্রামের মৃত জয়নাল সরদারের পুত্র মান্দার সরদারের কাছ থেকে কুলবাড়িয়া মৌজার ৫৮শতক জমি গত ০১/১১/২০১৭ইং তারিখ হতে ৫বছর মেয়াদে হারি নিয়ে বিভিন্ন ধরণের সবজি চাষাবাদ করে আসছে। কিন্তু বিভিন্ন সময়ে তিনি হারিকৃত জমিটি ছাড়িয়ে নেয়ার জন্য পায়তারা করতে থাকে। এমতাবস্থায় গত ২৪/০৪/২০২০ইং তারিখ সকাল সাড়ে ৭টার দিকে মান্দার সরদার (৫৫), তার পুত্র মাহাবুর রহমান সরদার(২০),আরশাফ সরদার(৩৫) ও মোজাফফার সরদার(২৫) সহ অজ্ঞাতনামা লোকজন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জমিতে লাগানো তার ১৫শ পিচ ফলন্ত বেগুন গাছ, ৩২শ পিচ ফলন্ত ঝাল গাছ ও ২হাজার পিচ মেটে আলু গাছসহ বিভিন্ন প্রজাতির সবজি গাছ কেটে ক্ষতি সাধন করে। এ সংবাদে তিনি ঘটনাস্থলে গিয়ে এভাবে তার ফসলের ক্ষতির কারণ জানতে চাইলে তাকে মারপিট করতে উদ্যত হওয়াসহ জীবন নাশের হুমকি দেয়া হয়। এঘটনায় তিনি ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। সংবাদটি পড়া হয়েছে ৩০১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত চুকনগরের হত্যাকান্ড শুধু নারকীয় নয়, এটি পৈচাশিক হত্যাকান্ড- প্রধান বিচারপতি