কেশবপুরে হোটেল শ্রমিকদের খাদ্য সহায়তা ও রেশনিং কার্যক্রমে অর্ন্তভুক্তির দাবি

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০ | আপডেট: ১২:১৯:অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

যশোরের কেশবপুর উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়ন নের্তৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর করোনা ভাইরাস জনিত কারণে কর্মহীন হোটেল শ্রমিকদের খাদ্য সহায়তা ও রেশনিং কার্ডভুক্ত করার দাবি জানিয়ে আবেদন করেছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

আবেদনে উল্লেখ করা হয়েছে যে, বর্তমানে হোটেল রেষ্টুরেন্ট বন্ধ থাকায় কর্মরত অন্তত ২শত শ্রমিক মানবেতর জীবণ যাপন করছেন। তাদের অধিকাংশের ঘরে খাদ্য নাই। দুর্বিসহ জীবনের সঙ্কট কাটাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর শ্রমিকদের তালিকা জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

মশিয়ার রহমান। নিজস্ব প্রতিবেদক। কেশবপুর, যশোর