আশাশুনিতে ইটের পাঁজাসহ ভ্রাম্যমান আদালতে ২ হাজার ৩শ টাকা জরিমানা

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০ | আপডেট: ১২:৪১:পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০
নিজস্ব প্রতিবেদক:
আশাশুনিতে ইটের পাঁজা মালিককে ২০০০ হাজার টাকা জরিমানাসহ বিভিন্ন বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত কার্যক্রম ও বাজার মনিটরিংকালে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও সরকারী আদেশ অমান্য করায় সর্বমোট ২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
 
শনিবার সকালে আশাশুনি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামের মৃত আব্দুল গফুর গাজীর পুত্র বাবলু আহাম্মদ গাজীকে অবৈধভাবে ইটের পাঁজা পোড়ানোর অপরাধে ২০০০ হাজার টাকা জরিমানা করাসহ গোয়ালডাঙ্গা, তেঁতুলিয়া ও দরগাহপুর বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ কার্যক্রম ও বাজার মনিটরিংকালে সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে এক ইজিবাইক চালককে ২০০ টাকা জরিমানা করেন।
 
অপরদিকে, বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলীফ রেজা উপজেলার বিভিন্ন বাজারে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ কার্যক্রম ও বাজার মনিটরিংকালে বিদেশ ও দেশের বিভিন্ন জেলা থেকে আসা লোকজন হোম কোয়ারেন্টাইন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মানছে কিনা ও সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য জনসচেতনতা করেন এবং সরকারি নির্দেশ অমান্য করে সামাজিক দুরত্ব না মানায় একজনকে ১০০ টাকা জরিমানা করেছেন। এসময় পৃথক অভিযানে সেনাবাহিনী, পুলিশ ফোর্স ও অফিস সহকারি উপস্থিত ছিলেন।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক