কর্মহীনদের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত রাখছেন ‘গাজী আব্দুল হাদী ফাউন্ডেশন’ প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০ | আপডেট: ৫:২৪:অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০ গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর(খুলনা): করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারি নির্দেশনা মেনে চলারও আহবান জানিয়ে সাবেক মৎস্য ও পাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন; প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ নির্দেশনায় কর্মহীন হতদরিদ্র, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন। তেমনি ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ তার মরহুম পিতার নামে প্রতিষ্ঠিত গাজী আব্দুল হাদী ফাউন্ডেশ’র মাধ্যমে ডুমুরিয়ার কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করছেন। তিনি সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সমাজের দানশীল ব্যক্তিদের এসব না খাওয়া অসহায় মানুষের পাশে মানবিক কারণে এগিয়ে আসার আহবান জানান। সাবেকমন্ত্রী বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া উপজেলার শাহপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে ১৪টি ইউনিয়নে গাজী আব্দুল হাদী ফাউন্ডেশন প্রদত্ব খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম গাজী আব্দুল হাদীর পুত্র বর্তমান ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ বলেন; করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে খেটে খাওয়া মানুষের সাময়িকভাবে অসুবিধা হচ্ছে এ জন্য মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিশেবে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। তিনি বলেন; গাজী আব্দুল হাদী ফাউন্ডেশনের স্টকে পর্যাপ্ত খাদ্য সামগ্রী রয়েছে ডুমুরিয়া উপজেলার অসহায় কোন ব্যক্তির সমস্যার কথা কানে আসলে তা পূরণের চেষ্টা করা হবে। সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ (এমপি) উপজেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিষ্ঠিত “গাজী আব্দুল হাদী ফাউন্ডেশন” এর নিজস্ব অর্থায়নে ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন চেয়ারম্যান বা তার প্রতিনিধির হাতে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, আওয়ামীলীগ নেতা শাহানেওয়াজ হোসেন জোয়ারদার, অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, সরদার আবু সাঈদ, শেখ হেফজুর রহমান, ইউপি চেয়ারম্যান খান শাকুর উদ্দিন, ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ জোয়ারদার, সাবেক ইউপি চেয়ারম্যান বিমল বসাক, গাজী তৌহিদ, মাস্টার শহিদুল ইসলাম, শৈলেন্দ্রনাথ বালা, সরদার মাহমুদ আলী, নূর আহম্মেদ মুকুল, কাজী মেহেদী হাসান বিল্লাল, এস এম মেসবাহুল আলম টুটুল, গাজী আব্দুস সালাম, আদিত্য ম-ল, অরিন্দম মল্লিক প্রমুখ। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস সংবাদটি পড়া হয়েছে ২৮৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরের হত্যাকান্ড শুধু নারকীয় নয়, এটি পৈচাশিক হত্যাকান্ড- প্রধান বিচারপতি চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা