সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী পথচারী নিহত প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০ | আপডেট: ৬:০৯:অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার দহাকুলায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী পথচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার দহাকুলা সামাদের মোড় নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহতের নাম আছিয়া খাতুন (৫৫)। তিনি দহাকুলা পূর্বপাড়া গ্রামের আবুল কাশেম এর স্ত্রী। স্থানীয়রা জানান, সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারের গরুর মাংস ব্যবসায়ী মোখলেছুর রহমান মোটরসাইকেলে চালিয়ে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-আশাশুনি সড়কের দহাকুলা সামাদের মোড় এলাকায় পৌছালে পথচারী আছিয়া খাতুনকে রাস্তা পার হওয়ার সময় সজোরে ধাক্কা দেয়। এতে তার মাথায় ও বুকে প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে দুপুরে দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছিয়া মারা যান। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ২৯৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরার পৌরসভার ব্যাংক লেনদেন সচল রাখার দাবীতে অবরোধ কর্মসুচি সাতক্ষীরায় এক যাত্রী নিহতের ঘটনায় ঘাতক ভ্যানচালক গ্রেপ্তার