প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য তাঁর মন্ত্রণালয়ের পক্ষে প্রধানমন্ত্রী’র ত্রাণ তহবিলে প্রায় ১কোটি ১৯ লাখ টাকার চেক প্রদান প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০ | আপডেট: ১০:৫৬:অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০ উত্তম চক্রবর্তী: স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি তাঁর মন্ত্রনালয়ের সচিবের অনুপ্রেরণা ও উৎসাহে প্রতিমন্ত্রীর এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ও এর আওতাধীন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), সমবায় অধিদপ্তর, আমার বাড়ি আমার খামার প্রকল্প, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) বগুড়া, বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড), বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি:( মিল্ক ইউনিয়ন), ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ সমবায় ব্যাংক লি:, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এবং পল্লী সঞ্চয় ব্যাংক এর কর্মকর্তা, কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ ১ কোটি ১৮ লক্ষ ৫৯ হাজার ৬ শত ১০ টাকার একটি চেক করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করেন। চেক হস্তান্তরের সময় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সংযুক্ত থেকে প্রানঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ত্রাণ তহবিলে মানবিক সহায়তা প্রদানের জন্য অনুদান প্রদানের সাথে সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক/মনিরামপুর(যশোর) সংবাদটি পড়া হয়েছে ৩৬৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য