খলিষখালী ইউপি চেয়ারম্যানের উদ্যোগে পল্লী চিকিৎসকের মাঝে হ্যান্ড স্যানেটাইজার বিতরন প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০ | আপডেট: ৮:২১:অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০ নিজস্ব প্রতিবেদক: তালার খলিখালীতে ইউপি চেয়ারম্যান উদ্যোগে গ্রাম্য ডাক্তারের সুরক্ষায় হ্যান্ড স্যানেটাইজার বিতরন করা হয়। বুধরার (১৫এপ্রিল) বেলা ১টায় চেয়ারম্যানের নিজস্ব কার্যলয়ে এ বিতরন কর্মসুচি অনুষ্ঠিত হয়। এ সময় খলিষখালি ইউনিয়নের ৩৬ জন সম্মানীত পল্লী চিকিৎসকের মাঝে সাবান, হ্যন্ড স্যানিটার, মাক্স ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়। খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান সুন্দরবনটাইমস.কম কে বলেন , দেশের এই মহামারী করোনা ভাইরাসে কারনে পল্লী চিকিৎসক যে ভুমিকা পালন করে আসছে তা অত্যান্ত প্রশসংনীয়। বর্তমানে তাদের সুরক্ষার জন্য পিপিই অত্যান্ত জরুরী। আমি ইতিমধ্যে সে সকল বিষয় নিয়ে জেলা প্রশাসককে অবহিত করেছি। পরিশেষে তিনি সকলকে সর্তক থাকার আহবান জানান। উক্ত বিতরন কর্মসুচিতে উপস্থিত ছিলেন, খলিষখালী গ্রাম্য ডাক্তার সমিতির সভাপতি কোমল দাশ, গৌতম ঘটক, লোকমান হোসেন, সুব্রত কুমার দে, ইউপি সদস্য উত্তম দে প্রমূথ। সুন্দরবনটাইমস.কম/কিশোর কুমার/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ২৭৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত, আহত দুই পাটকেলঘাটায় রমজানের পবিত্রতা রক্ষায় র্যালী