পাটকেলঘাটায় মৎস্য ঘেরকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ১: থানায় অভিযোগ

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০ | আপডেট: ৩:৪৪:অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
পাটকেলঘাটায় মৎস্য ঘেরকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন ১জন। এঘটনায় প্রাণনাশের ভয়ে হুমকি ভয়ে পাটকেলঘাটা থানায় কাশিপুর গ্রামের শেখ খোদা বক্সের পুত্র শেখ মনিরুল ইসলাম বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ বিবরণ সূত্রে জানা যায়, থানার বড় কাশিপুর গ্রামে বাদী মনিরুল ইসলাম লিখিত অভিযোগে বলেন আমার সহোদর ভাই শেখ বাহারুল ইসলাম(৩৫) আমাদের বাড়ীর পাশে বিভিন্ন ব্যাক্তিগনের কাছ থেকে লীজ গ্রহনকৃত জমিতে মৎস্য ঘের পরিচালনা করে আসছি।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বিবাদীরা কাশিপুর গ্রামের (১) শেখ নজরুল ইসলাম ওরফে নজে পুত্র শেখ সালাউদ্দীন(৩৬) (২) মৃত শেখ মোস্তবার পুত্র শেখ নুর ইসলাম (৪৫), (৩) শেখ নজরুল ইসলমের স্ত্রী রাবেয়া বেগম (৪৮),(৪) মুত: এরফান আলী পুত্র শেখ মুজিবর রহমান(৪৬), (৫) মৃত বাবর আলীর পুত্র শেখ আঃ অদুদ (৫০) কে আসামী ও ৪/৫ জনের অজ্ঞাতনামা আসামী করে গত ১২/৪/২০ তারিখে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে আরো জানা যায়, ঘটনাদিন বিকালে আসামীগনরা একত্রে বেআইনি ভাবে দলবদ্ধভাবে তারা দা, লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা করে। হামলায় শিকার হয়ে বাহারুল গুরুত্ব অবস্থায় অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাদাৎ বলেন, আমি সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছি।

সুন্দরবনটাইমস.কম/মো: রিপন হোসাইন

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক