পহেলা বৈশাখে খলিষখালী রামকৃষ্ণ মিশনের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরন প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০ | আপডেট: ৮:১৩:অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০ নিজস্ব প্রতিবেদক: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই মানবতা বোধ থেকে পহেলা বৈশাখের দিনে দুস্থ মানুষের ঘরে ত্রান নিয়ে এগিয়ে এল খলিষখালীর রামকৃষ্ণ সেবাশ্রম। মঙ্গলবার (১৪এপ্রিল) নববর্ষকে নতুন আঙ্গিকে বরন করতে ব্যাতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। খলিখালী রামকৃষ্ণ মিশনের সাধারন সম্পাদক ডাঃ সুব্রত কুমার দে জানান, কোভিট -১৯ আঘাতে সমাজের নিম্নবিত্ত মানুষের জীবন এখন বিপাকে প্রায়। সরকার সহ বিভিন্ন সংস্থাগুলোর পাশাপাশি বিত্তবানরাও সাহায্য নিয়ে দাড়িয়েছে অসহায় মানুষের পাশে। তার পরও সমাজের অনেক অসহায় মানুষ বুকচাপা কান্না নিয়েও দিন যাপন করছে। তাই আমাদের প্রতিষ্ঠানে স্বল্প পুঁজি থেকে নববর্ষের দিনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ ৩০টি পরিবারের ৫ কেজি চাল ২ আলু ১কেজি তেল ১কেজি আটা ১ কেজি লবন ও সাবান বিতরন করা হয়েছে। পরিশেষে তিনি বলেন, আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখা হবে এজন্য আমাদের বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন । এসময় সেখানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির সভাপতি শিবুপদ দত্ত, ইউপি সদস্য উত্তম কুমার দে , কোষাধ্যক্ষ ডাঃ রমা প্রসাদ দে, সহসম্পাদক বিশ্বনাথ আঢ্য, সদস্য ডাঃ পার্থ কুমার দে, রাজু সরকার, তারক রাহুত, স্বপন রায়, বিশ্বজিৎ বিশ্বাস, গোবিন্দ রায় প্রমূথ। সুন্দরবনটাইমস.কম/কিশোর কুমার/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৪৫৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত, আহত দুই পাটকেলঘাটায় রমজানের পবিত্রতা রক্ষায় র্যালী