তালায় জমি নিয়ে বিরোধে সাংবাদিকসহ ৫ জনকে কুপিয়ে জখম প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০ | আপডেট: ৮:২৪:অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই সাংবাদিকসহ ৫ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার (১৪ এপিল) সকালে উপজেলার ঘোনা গ্রামেএ ঘটনা ঘটেছে । আহতদের প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলেন, দৈনিক খুলনাঞ্চলের সাতক্ষীরা প্রতিনিধি খান নাজমুল হুসাইন (২৯), তার ছোট ভাই দৈনিক আজকের সাতক্ষীরার তালা উপজেলা প্রতিনিধি খান আল-মাহবুব (২০), তাদের পিতা আবু হোসেন খান মন্টু (৬২), মৃত এনায়েত আলী খানের ছেলে আবু বক্কর খান (৪৫) এবং তার স্ত্রী কাজল রেখা (৩৫)। আহত সাংবাদিক খান নাজমুল হুসাইন জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশি খান আরিজুল ইসলামের সাথে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে খান আরিজুল লোকজন নিয়ে ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপরে অতর্কিত হামলা চালায়। এতে তারা ৫জন আহত হয়। তিনি আরও জানান, তার কাছে থাকা ব্যবসায়িক কাজের ২ লক্ষ টাকা ছিনিয়ে নেয় মুকুল নামের এক দুর্বৃত্ত। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তালা থানার অফিসার ইনচাজ (ওসি) মেহেদী রাসেল বলেন, এখনও কেউ অভিযোগ করেনি । অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৮৫৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা