পাটকেলঘাটায় সাংবাদিক, শিক্ষক ও ব্যবসায়ীর উদ্যোগে ৩শ পরিবারে মাঝে আর্থিক সহায়তা প্রদান 

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০ | আপডেট: ২:১২:অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০
নিজস্ব প্রতিবেদক:
কোভিট -১৯ বর্তমান বিশ্বের মহামারীর আকারে রুপ নিয়েছে।  ইতোমধ্যে এর প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করছে। কোভিট-১৯ আঘাতের কারনে  সম্প্রতি  বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে লকডাউন ঘোষনা করা হয়েছে। এ  কারণে সমাজে নিম্ন  ও মধ্যবিত্ত আয়ের মানুষের জন- জীবন এখন বিপাকে প্রায়।  ঠিক তখন আর্তমানবতার সেবায় এগিয়ে আসলেন এলাকার সাংবাদিক, স্কুল শিক্ষক সহ এলাকার ব্যবসায়ীগন। এসময় তারা সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বিভিন্ন এলাকার ৩শ টি পরিবারে মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।
 
এ প্রশ্নের জাবাবে বিশিষ্ট ব্যাবসায়ী সাংবাদিক বাসুদেব দাশ জানান, মানুষ তো মানুষেরই  জন্য। দেশের এই দু:সময় সমাজের অসহায় মানুষের পাশে যদি না থাকতে পারি তাহলে কিসের মানুষ। আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছি । পরিশেষে তিনি সমাজের অসহায় মানুষের  এই দু:সময় বিত্তবানের পাশে দাড়ানোর জন্য অনুরোধ  জানান।
 

সুন্দরবনটাইমস.কম/কিশোর কুমার/ডেক্স

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক