কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬২ হাজার টাকা জরিমানা 

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২০ | আপডেট: ১১:৩৬:পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

মশিয়ার রহমান, কেশবপুর(যশোর):

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

যশোরের কেশবপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে না চলার অপরাধে ৬২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ।
 উপজেলা নির্বাহী অফিস থেকে জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত নিরাপদ দূরত্ব বজায় না রাখা ও বিনা প্রয়োজনে বাড়ির বাহিরে না আসার আদেশ অমান্যসহ বিভিন্ন ধরনের অপরাধের দায়ে বৃহস্পতিবার সর্বমোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের নের্তৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে বৃহস্পতিবার সকালে শহর প্রদক্ষিনে বের হয়ে মধু সড়কের সোমা বস্ত্রালয়ের মালিক মফিজুর রহমানকে দোকান খোলা রেখে বিক্রয়ের অভিযোগে ৫ হাজার টাকা ও ক্রেতা বোরহান উদ্দিনকে ১ হাজার টাকা, শহিদ দৌলত বিশ্বাস সড়কের জামান এন্টারপ্রাইজ এর মালিক মনিরুজ্জামান ও বারিক গাজীকে ট্রাক থেকে সিমেন্ট আনলোড করায় ২৫ হাজার টাকা ও ঐ প্রতিষ্ঠান থেকে রড ক্রেতা পরচাক্রা গ্রামের ইউপি সদস্য হাসেম আলীকে ৫ হাজার টাকা, পাঁজিয়া রোডের রড সিমেন্ট ব্যবসায়ী আনিছুর রহমানকে ১০ হাজার টাকা,  রাজু আহমেদকে ১ হাজার, আবু জাহিদকে ১ হাজার, আক্তারুজ্জামান ১ হাজার টাকা নির্বাহী মাজিস্ট্রেট এর ক্ষমতাবলে জরিমানা করেন। এছাড়া আটন্ডা, প্রতাপপুর, শ্রীরামপুর ও মজিদপুরসহ বিভিন্ন বাজারের বিভিন্ন ব্যক্তিকে সবমিলিয়ে একদিনেই মোট ৬২ হাজার টাকা জরিমানা করে আদায় করেছেন।

সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক