কবিতা: “ঈশ্বরে ভক্তি” প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০ | আপডেট: ১:৪৯:অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০ ঈশ্বরে ভক্তি ……….শ্যামল বণিক অঞ্জন হোক জয় কিবা ক্ষয় নেই তাতে ভয়, আমরা ন্যায়ের মাঝি নেই সংশয়। সাম্যের নাও বেয়ে চলি তুলে পাল, আসুক যতোই ঝড় ছাড়িনা তো হাল। জোড় আছে মনে প্রাণে সততার শক্তি, শুদ্ধ জীবনধারা ঈশ্বরে ভক্তি। সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:শ্যামল বণিক অঞ্জন/ঢাকা ঈশ্বরে ভক্তিকবি শ্যামল বণিক অঞ্জনকবিতা ঈশ্বরে ভক্তি সংবাদটি পড়া হয়েছে ২৭০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় পিতার বাড়িতে নব-বধুর ঝুলন্ত লাশ উদ্ধার আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে জীবন বদলে গেছে ডুমুরিয়ার ভূমিহীন ৮০৫টি পরিবারের