কপিলমুনিতে মানবতার সেবায় ১শ পরিবারের পাশে দাঁড়ালেন স্বর্ণ ব্যবসায়ী বিপ্লব

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০ | আপডেট: ৬:৪৬:অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

নিজস্ব প্রতিবেদক, কপিলমুনি(খুলনা):
কপিলমুনিতে মানবতায় সেবায় ১০০ পরিবারের পাশে দাঁড়ালেন কপিলমুনি (বিনোদগঞ্জ) স্বর্ণ ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ বিপ্লব দত্ত। প্রাণঘাতী ব্যাধী করোনার প্রভাবে কর্মহীন খেটে খাওয়া মানুষের সেবা করলেন তিনি।

খুলনার জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারের জুয়েলার্স ব্যবসায়ী বিপ্লব দত্ত নিজস্ব অর্থায়নে শুক্রবার ওই এলাকার ১০০ টি অসহায় পরিবারের বাড়ি গিয়ে হোমকোয়ারেন্টিনে থাকা মানুষদের মাঝে চাল, ডাল ও আলু বিতরণ করেন।

বিপ্লব দত্ত বলেন, ‘করেনার থাবায় আজ গোটা বিশ্ব ও গোটা জাতীর জীবন অসহায়। সকল মানুষ আজ কর্মহীন, তাই খেটে খাওয়া সাধারণ মানুষের একটু সেবা করে ভালো লাগছে।’

সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক