হেযবুত তওহীদ মণিরামপুর শাখার উদ্যোগে দুস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০ | আপডেট: ১১:১৪:অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর(যশোর): নির্দেশনা একটাই সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, খাদ্যের অভাব হবে না, সুদিন আবার ফিরে আসবে। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকা শ্রমজীবী কর্মহীন ও অসহায় মানুষের মাঝে বুধবার দিনভোর মণিরামপুরের বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে হেযবুত তওহীদের মণিরামপুর শাখার উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এ সময় বিতরণকালে যশোর জেলা হেযবুত তওহীদের আমির সামসুজ্জামান মিলন সকলের প্রতি অনুরোধ করে বলেন, সরকারি সকল নির্দেশ মেনে চলতে। আর এমন করে সবাই যদি মানুষের পাশে দাড়ায় তবেই এই বেশ্বিক মহামারিতে সাধারণ মানুষের সহায়তা হবে।
এসময় উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের মনিরামপুর শাখার সভাপতি রাশেদ আলী, উপজেলা নারী বিষয়ক সভাপতি রুমা বেগম, হেযবুত তওহীদের সদস্য সাগর হোসেন। সাহায্যের প্রতিটি প্যাকেটে চাল, ডাল, আলু, পেঁয়াজ, সাবান বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের প্রভাবে হতদরিদ্র পরিবারের মানুষগুলো ইতিমধ্যেই কর্মহীন হয়ে পড়েছেন। আর কষ্টের মুহুত্বে পাশে পেয়ে খুশি হতদরিদ্ররা।

সুন্দরবনটাইমস.কম/উত্তম চক্রবর্তী

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক