কবিতা: “হৃদ আয়নার মাঝে” প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০ | আপডেট: ৮:৪৫:অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০ হৃদ আয়নার মাঝে …………তুলোশী চক্রবর্তী কেনো গো তোমার চাঁদ বদনে হিরকসম হাসির প্রভা? কেনো গো তোমার নয়ন দুখানি হৃদয়হরা মনোলোভা? কতো দেখি তোমায় আমি সকাল দুপুর সাঁঝে তোমার মুখ খানি যে গেঁথে গেছে আমার হৃদ আয়নার মাঝে, মাঝে মাঝে অবাক হয়ে দেখি তোমায় দেবতা রুপে মুগ্ধতায় কখনোবা খুঁজে পাই ভালোবাসার দেব গৃহের প্রদীপে। সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:তুলোশী চক্রবর্তী/পশ্চিম বাংলা কবি তুলোশী চক্রবর্তীকবিতা হৃদ আয়নার মাঝেহৃদ আয়নার মাঝে সংবাদটি পড়া হয়েছে ২৯৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?