সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, খাদ্যের অভাব হবে না: মশ্বিমনগর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন

প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২০ | আপডেট: ১১:১৬:পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

উত্তম চক্রবর্তী, মণিরামপুর(যশোর): গ্রামে গ্রামে পথে পথে, প্রিয় মানুষটাকে কাছে পেয়ে কেউ দূরে থাকতে চাই না, তবুও নির্দেশনা একটাই সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, খাদ্যের অভাব হবে না, সুদিন আবার ফিরে আসবে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকা শ্রমজীবী অসহায় দুস্থ মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতিশ্রুতি মোতাবেক মঙ্গলবার দিনভোর মণিরামপুর উপজেলার ১০ নং মশ্বিমনগর ইউনিয়নে দু:স্থ, অসহায় ও গরীব মানুষের মাঝে ১০০ জনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে৷

করোনা ভাইরাসের প্রভাবে হতদরিদ্র পরিবারের মানুষগুলো ইতিমধ্যেই কর্মহীন হয়ে পড়েছেন। তাঁদের খাদ্যের জোগান দিতে চাল, ডাল, আলু, তৈল, সাবান সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করলেন মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন৷

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ আলমগীর হোসেন, ট্যাগ অফিসার মোঃ মাসুদ হোসেন, মশ্বিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সহ গ্রাম পুলিশের সদস্যরা।

সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক