কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের কর্মহীন ২৫০পরিবারে ত্রান সামগ্রী বিতারন প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০ | আপডেট: ৪:৩৮:অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০ নূর ইসলাম বাবু, কালিগঞ্জ(সাতক্ষীরা): প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় মহিলা পাটির সদস্য সাফিয়া পারভীন। সাফিয়া পারভীন বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতিও নেয়া হয়েছে। রোগ মোকাবেলায় নিজেদেরও সতর্ক থাকতে হবে। করোনা প্রতিরোধে সতর্ক ও কর্মহীন মানুষদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে চলেছেন সাফিয়া পারভীন। কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন মানুষের পাশে থেকে করোনাভাইরাস সংক্রমণ রোধে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে সাফিয়া পারভীন। কৃষ্ণনগর ইউনিয়নের ২৫০ পরিবারের মাঝে তার ব্যাক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। রবিবার (০৫ এপ্রিল) সকাল ১০ টায় ওই ইউনিয়নেে গরীব অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দেন সাফিয়া। ২৫০ পরিবারের মাঝে দেওয়া খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ১০ কেজি চাল, ৩ কেজি আলু, তেল ৫’শ গ্রাম ও এক পিস সাবানের একটি করে প্যাকেট বিতরণ করেন। এসময় সাফিয়া বলেন করোনাভাইরাস সংক্রমণ রোধে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের জন্য সামান্য কিছু করতে পারছি এতেই আমি খুশি। আমার পিতা কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান শহীদ কে এম মোশাররফ হোসেন মতো সব সময় গরিব দুঃখী মানুষের মধ্যে মিশে থাকতে চাই। এ সময় উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউ পি সদস্যবৃন্দু, মহিলা সদস্যা, গ্রাম পুলিশ, ইউনিয়ন যুব সেচ্ছাসেবক ও কালিগঞ্জ উপজেলা ছাত্র সমাজ সভাপতি সাংবাদিক মোঃ নূর ইসলাম (বাবু) প্রমুখ। সুন্দরবনটাইমস.কম/সংবাদদাতা সংবাদটি পড়া হয়েছে ২০৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জের কাকশিয়ালী নদী থেকে মরদেহ উদ্ধার কালিগঞ্জে রডবোঝাই ইঞ্জিন ভ্যান উল্টে চালক নিহত