কালিগঞ্জে জনসাধারণ কে ঘরে থাকতে প্রশাসন, সেনাবাহিনীর টহল জোরদার প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০ | আপডেট: ৯:৫১:অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০ নূর ইসলাম বাবু, কালিগঞ্জ(সাতক্ষীরা): করোনা পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা জারি এবং ঘরে অবস্থানের নির্দেশনা উপেক্ষা করে বাইরে ঘোরাফেরা করতে থাকা মানুষকে ঘরে ফেরাতে কঠোর অবস্থানে রয়েছে কালিগঞ্জ উপজেলা প্রশাসন সহ সেনাবাহীনি। ২ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার কুশুলিয়া, তারালী, ভাড়াশিমলা, নলতা, চাম্পাফুল, মথুরেশরপুর, কৃষ্ণনগর, মৌতালা, ধলবাড়িয়াসহ সকল ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসাধারণকে ঘরে থাকার আহ্বান জানিয়ে মাইকিং করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল সেনা বাহিনীর সদস্যদের নিয়ে পরিদর্শন করতে দেখা গেছে। এছাড়া বাজার এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানসমূহের পাশাপাশি মোড়ে মোড়ে পুলিশ ও সেনাবাহীনির টহল জোরদার করা হয়েছে। এমনকি সরকারি নির্দেশনা উপেক্ষা করে বাইরে বেরোনো মানুষকে সতর্ক করে ঘরে ফিরিয়ে দিচ্ছে পুলিশ ও সেনাবাহীনি। সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম ও কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের নেত্রিত্বে সেনাবাহীনির সাথে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার ভূমি সিফাত উদ্দিনের নিরলস প্রচেষ্টায় মানুষকে ঘরে ফেরাতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। সুন্দরবনটাইমস.কম/সংবাদদাতা [cov2019all] সংবাদটি পড়া হয়েছে ১৮০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ কালিগঞ্জে অর্থ ও সম্পত্তিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে বৃদ্ধা মাকে হত্যার অভিযোগ