করোনা ভাইরাস(কোভিট-১৯) ঠেকাতে ঘরে থাকার বিকল্প নেই: নূর ইসলাম বাবু

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০ | আপডেট: ১০:০৩:অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০

সংবাদদাতা, কালিগঞ্জ(সাতক্ষীরা):
করোনাভাইরাস: প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন কালিগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি সাংবাদিক মোঃ নূর ইসলাম(বাবু)।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এই ভাইরাস মোকাবেলায় সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতিও নেয়া হয়েছে। রোগ মোকাবেলায় নিজেদেরও সতর্ক থাকতে হবে। করোনাভাইরাসে মৃত্যুর হার খুবই কম। তাই এতে আতঙ্কিত হবারও কিছুই নেই বলেও জানান।

আতঙ্ক নয়, চাই সচেতনতা বৈশ্বিক মহামারিতে পরিনত হওয়া করোনাভাইরাস থাবা বসিয়েছে বাংলাদেশেও। এ ভাইরাস ব্যাপকতা রোধে এখনই ব্যারিকেড দিতে হবে।

এক্ষত্রে প্রোয়জন সর্বোচ্চ সচেতনতা ও প্রযুক্তি যুদ্ধকালীন অবস্থা বিবেচনা করে জনসাধারণ কে ঘরে রাখার ব্যাবস্থা করতে হবে। বিদেশ ফেরতদের পাশাপাশি সংক্রমিত দের সংস্পর্শে আসা ব্যাক্তিদের খুজে খুজে বের করে রোগ শনাক্তকরণ পরিক্ষা দ্রুত সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

সুন্দরবনটাইমস.কম/নূর ইসলাম বাবু

[cov2019all]


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক