করোনা: তালা জনতা ব্যাংক শাখার কার্যক্রম অব্যাহত প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০ | আপডেট: ১২:৩৩:অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০ নিজস্ব প্রতিবেদক, তালা(সাতক্ষীরা): করোনা ভাইরাসে সংক্রান্ত সামাজিক দূরত্ব বজায় রেখে সাতক্ষীরার তালা জনতা ব্যাংক শাখার কার্যক্রম সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন অব্যাহত রেখেছে । আজ রোববার সকালে তালা জনতা ব্যাংক শাখা কার্যালয়ে গিয়ে দেখা যায়, গ্রাহকদের হাত ধুয়েই ব্যাংকে প্রবেশ করতে হচ্ছে। পরে সামাজিক দূরত্ব বজায় রেখে বাংকে লেনদেন করতে হচ্ছে। ২৯ মার্চ থেকে ২রা এপ্রিল পর্যন্ত ৫ দিন সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে। গ্রাহকরা জানান, ব্যাংক খোলা থাকায় স্বাভাবিক ভাবে লেনদেন করতে পারছি। তালা জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ শাহিনুর রহমান জানান, জেলা এরিয়া প্রধান মোঃ জাকির হোসেনের নির্দেশনায় করোনা ভাইরাস সংক্রান্ত সামাজিক দূরত্ব বজায় রেখে লেনদেন করছেন গ্রহকরা। ব্যাংকে প্রবেশ করার পূর্বে গ্রাহকদের হাত ধোয়োর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ব্যাংকের লেনদেন স্বাভাবিক আছে। সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার তালা জনতা ব্যাংক শাখা সংবাদটি পড়া হয়েছে ৬১৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সব ধরনের ঋণে দুই মাসের সুদ স্থগিত ভারত সরকারের লকডাউন: ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যত বন্ধ