করোনাভাইরাস প্রতিরোধে কালিগঞ্জ ভাইস চেয়ারম্যানের মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২০ | আপডেট: ১০:৪৩:পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২০ নূর ইসলাম বাবু, কালিগঞ্জ(সাতক্ষীরা): কালিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় করোনাভাইরাসের বিষয়ে জনসচেতনতা বাড়ানোরর লক্ষ্যে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেছে। বাংলাদেশ আওয়ামীলীগ কালীগঞ্জ উপজেলা শাখার সংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা, কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান। কোভিড-১৯ হলো একটি নতুন ভাইরাস যা অতীতের সার্স ভাইরাস এবং কয়েক ধরনের সাধারণ সর্দি-জ্বর জাতীয় ভাইরাসের পরিবারভুক্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড ১৯-কে মহামারী হিসাবে উল্লেখ করেছে। কোভিড-১৯-কে মহামারী হিসাবে চিহ্নিত করার অর্থ এই নয় যে এই ভাইরাসের ভয়াবহতা বেড়েছে। মূলত এর ভৌগলিক বিড়ম্বনার স্বীকৃতিস্বরূপ একে মহামারী হিসাবে চিহ্নিত করা হয়েছে। যেহেতু কোভিড-১৯ ভাইরাসটি যে কোন দেশে এবং যে কোন সম্প্রদায়ের শিশু ও পরিবারের মধ্যে বিস্তার লাভ করতে পারে, শেখ নাজমুল আহসান করোনা থেকে জনগণকে রক্ষা করতে এক সপ্তাহ ধরে হাট-বাজার, মাঠ-ঘাট, বাসা-বাড়িতে প্রচার-প্রচারণায় রয়েছেন, যেকোনও দুর্যোগ মোকাবিলায় উপজেলার জনগণের পাশে নিজেকে নিওযিত রাখবেন বলেও তিনি জানান এবং জনগনের পাশে দাঁড়িয়ে সেবা করতে পারি সেজন্য সবসময় দোয়া, আশীর্বাদ ও সহোযোগিতা কামনা করি। মহান আল্লাহ্ তায়ালা আপনাদের সকল কেই পরিবার পরিজন নিয়ে সুস্হ্য,সুন্দর ও নিরাপদ রাখুন সবসময় এ-ই কামনা করি। সুন্দরবনটাইমস.কম/সংবাদদাতা সংবাদটি পড়া হয়েছে ৭১৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ কালিগঞ্জে অর্থ ও সম্পত্তিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে বৃদ্ধা মাকে হত্যার অভিযোগ