মামলা এড়াতে পাইকগাছায় পাওনাদারকে পিটিয়ে দেনাদারের সহযোগী হাসপাতালে প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০ | আপডেট: ৯:০৮:অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): খুলনার পাইকগাছায় পাওনা টাকা ফেরত চাওয়ার অপরাধে পাওনাদারকে পিটিয়ে মামলা এড়াতে দেনাদারের সহযোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে,রোববার সন্ধা সাড়ে ৭ টায় উপজেলার হিতামপুর গ্রামের জেলেপাড়ায়। স্থানীয় সীতেনাথ বিশ্বাসের মুদি দোকানের সামনে দেনাদার জাহাঙ্গীর আলমকে পেয়ে পাওনাদার অসীম বিশ্বাস ২৬ হাজার ৬শ টাকা ফেরত চায়। যা নিয়ে জাহাঙ্গীর আলম ও তার সহযোগী গোলাম মোস্তফা কথা কাটাকাটির এক পর্যায়ে সীতেনাথের নির্দেশ অসীম বিশ্বাসকে বেধড়ক মারপিট করে আহত করে। অসীম জানায়, ২০১৭ সালে সাগরে ৬ মাসের জন্য মাছ ধরতে যাওয়ার চুক্তিতে ৮০ হাজার টাকা নেয়। ৪ মাস কাজ করার পর বাড়িতে বেড়াতে এসে আর কাজে ফিরেনি। এ ঘটনা ঘটার পর মামলা ভয়ে দেনাদারের সহযোগী মোস্তফাকে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে দেনাদার জাহাঙ্গীর আলম জানায়, টাকা চাইতে এসে অতর্কিতভাবে অসীম তাদের মারপিট করেছে। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু সংবাদটি পড়া হয়েছে ২৫৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!