কেশবপুরে বিদ্যুৎ ষ্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক, কেশবপুর(যশোর):
যশোরের কেশবপুরে বিদ্যুৎষ্পৃষ্টে জুবায়ের হোসেন মিঠুন (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। জুবায়ের হোসেন মিঠুন উপজেলার দোরমুটিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

জানা গেছে, মঙ্গরবার দুপুরে মিঠুন স্যালো মেশিনে পানি তোলার জন্য মটর চালাতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়। তাকে তাৎক্ষণিক কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। সে কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সুন্দরবনটাইমস.কম/মশিয়ার রহমান