খলিষখালীতে পাটকেলঘাটাস্থ সমিতি ঢাকার উদ্যোগে মাস্ক বিতরন কর্মসূচি অনুষ্ঠিত প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০ | আপডেট: ৩:১০:অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০ নিজস্ব প্রতিবেদক, খলিষখালী(পাটকেলঘাটা): সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার খলিষখালীতে পাটকেলঘাটা থানার ঢাকাস্থ সমিতির উদ্যোগে মস্ক বিতরন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। সোমাবার (২৩মার্চ) সকাল ১১টায় খলিষখালী বাজারে মোড়ে উক্ত মাস্ক বিতরন কর্মসুচির আয়োজন করা হয়। পাটকেলঘাটা থানা সমিতি ঢাকার উদ্যোগে প্রধান অতিথি হিসাবে খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান উপস্থিত থেকে করনা সচেতনতার জন্য হতদরিদ্রের মাঝে মাস্ক ও সাবান বিতরন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা থানা সমিতি ঢাকার সদস্যবৃন্দ সহ ইউপি সদস্য তপন বাছাড়, জালাল উদ্দীন মোড়ল, ওসমান শেখ, ইউপি সচিব সহিদুল ইসলাম, যুবলীগ নেতা আজিজ গাজী, নারায়ন হোড় প্রমূখ। সুন্দরবনটাইমস.কম/কি:কু/ডেক্স করোনা ভাইরাসখলিষখালী মাস্ক বিতরণতালার ঢাকাস্থ সমিতিতালার ঢাকাস্থ সমিতির উদ্যোগে মাস্ক বিতরণ সংবাদটি পড়া হয়েছে ২২৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত, আহত দুই পাটকেলঘাটায় রমজানের পবিত্রতা রক্ষায় র্যালী