তালায় মনোয়ারা বেগম বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০ | আপডেট: ৯:১৭:অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০ এম এ মান্নান, তালা(সাতক্ষীরা): স্ট্রোকে আক্রান্ত হয়ে ২ সন্তানের জননী মনোয়ারা বেগম (৩৭) অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুণছে। স্ত্রীর চিকিৎসার জন্য হতদরিদ্র স্বামী দ্বারে দ্বারে ঘুরে বেড়ালেও প্রয়োজনীয় টাকা যোগাড় হয়নি। ফলে অসুস্থ্য মনোয়ারা বেগম’র যথাযথ চিকিৎসা হচ্ছেনা। মনোয়ারা বেগম তালা উপজেলার শিরাশুনির গ্রামের দরিদ্র গ্রাম পুলিশ (চৌকিদার) জিয়াউল সরদার’র স্ত্রী। গ্রাম পুলিশ জিয়াউর সরদার জানান, ১৫ দিন পূর্বে তার স্ত্রী মনোয়ার বেগমের ব্রেন স্ট্রোক হয়। সেসময় তাকে চিকিৎসার জন্য হসপিটালে নেয়া হয়। কিন্তু অর্থের অভাবে ভাল চিকিৎসা হয়নি। স্ত্রীর চিকিৎসার জন্য সহায়-সম্বল বিক্রি করে ধার-দেনা করতে হয়েছে তাকে। কিন্তু মনোয়ারা বেগম সুস্থ্য না হওয়ায় ডাক্তার বাহিরে নিয়ে উন্নত চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন। এজন্য প্রয়োজনীয় অর্থ ব্যয় করার সামর্থ না থাকায় হতভাগ্য স্বামী জিয়াউর সরদার সমাজের দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা-জিয়াউর সরদারের তালা শাখার সোনালী ব্যাংকের সঞ্চয়ী হিসাব নং-২৮২০১০০০১৭৯২৮, বিকাশ নম্বর ০১৭২৮-২৪৩০২৬। সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান সংবাদটি পড়া হয়েছে ১৮১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু তালায় সীমানা পিলারসহ আটক ৩, থানায় মামলা দায়ের