কেশবপুরে নৌকার প্রতীকের প্রচারম্যানকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৪

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০ | আপডেট: ৫:৫১:অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক, কেশবপুর(যশোর):
যশোরের কেশবপুরে নৌকা প্রতীকের প্রচারম্যানকে একদল দূর্বৃত্ত ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ এজাহার নামীয় ৪ জন আসামীকে গ্রেফতার করেছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

জানা গেছে, জাতীয় সংসদ উপনির্বাচনের লক্ষ্যে গত ৯ মার্চ থেকে নৌকা প্রতীকের প্রচারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। উপজেলার মূলগ্রামের ভাদুরে দাসের ছেলে আকাশ দাস (২০)। এরই ধারাবাহিকতায় সে মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার ব্রহ্মকাটি এলাকায় নৌকা প্রতিকের প্রচারগাড়ী নিয়ে প্রচারণা চালানোর সময় পূর্বশত্রুতার জের ধরে এলাকার ৯ জন যুবক ওই প্রচারগাড়ীর গতি রোধ করে আকাশ দাসের বুকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। এলাকাবাসি সঞ্জাহীন অবস্থায় তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা দ্রুত তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এঘটনায় আহত আকাশ দাসের মা পুর্নিমা দাস বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে কেশবপুর থানায় মামলা করেছেন যার নম্বর- ৮। থানা পুলিশ এজাহার নামীয় আসামী উপজেলার মুলগ্রামের রবিন দাসের ছেলে রনি দাস (২২০, ব্রম্মকাটি গ্রামের দ্বীন মোহাম্মদের ছেরে স্বাধীন হোসেন (২২), আবদুস সামাদের ছেলে মাসুদ রানা (১৯) ও রাজনগর বাকাবর্শি গ্রামের বজলুর সরদারের ছেরে ইউসুফ সরদারকে (১৯) গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন বলেন, থানায় মামলা হয়েছে। এজাহার নামীয় ৪ জন আসামীকে গ্রেফতার করে যশোর আদালতে পাঠানো হয়েছে। বাকী পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যহত আছে।

সুন্দরবনটাইমস.কম/মশিয়ার রহমান

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক