কালীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী শাহ্জাহান সরদারের ইহলোক ত্যাগ

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০ | আপডেট: ১:০৫:অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০

সংবাদদাতা, কালিগঞ্জ(সাতক্ষীরা):
কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শাহজাহান সরদার (৬২) আর নেই। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবারে সাতক্ষীরা বুশরা হাসপাতালে ভর্তি করান বিকালে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে উন্নত চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন সাতক্ষীরা সদর হাসপাতালে আনুমানিক রাত ১০ টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শাহ্জাহান সরদারের মুত্যকালে স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা, আত্মীয় স্বজন গুনাগ্রাহী রেখে গেছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহজাহান সরদার এর হার্ট স্ট্রোক করে মৃত্যুতে পরিবার সহ এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের নামাজে জানাজা জুম্মার নামাজের পরে স্থানীয় জামে মসজিদ এ অনুষ্ঠিত হবে, পরিবারের পক্ষ সকলের কাছে দোয়া চেয়ে জানাজার নামাজে শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

 

সুন্দরবনটাইমস.কম/নূর ইসলাম বাবু

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক