চুকনগরে প্রতিভা সংস্থার উদ্যোগে বিশ্ব নারী দিবস উৎযাপন প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০ | আপডেট: ৮:৩৫:অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): চুকনগরে প্রতিভা সংস্থার উদ্যোগে এবং দলিত ও ইউএনডিপির সহযোগীতায় বিশ্ব নারী দিবস উৎযাপন উপলক্ষ্যে র্যালি, মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ড চত্বরে মানব বন্ধনের এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিভা সংস্থার নিবাহী পরিচালক গোলাপী দাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন চুকনগর ক্যাথলিক মিশনের ফাদার রকি গমেজ। গোবিন্দ দাসের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষিকা মিনারা ইসলাম, প্রতিভা সংস্থার এ্যাডভোকেসি অর্গানাইজার গোবিন্দ দাস, মনিষা দাস, অমল দাস, মুকুল দাস, সামিয়া খাতুন, ফারিয়া খাতুন প্রমুখ। সুন্দরবনটাইমস.কম/ডেক্স বিশ্ব নারী দিবস সংবাদটি পড়া হয়েছে ১৮২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত চুকনগরের হত্যাকান্ড শুধু নারকীয় নয়, এটি পৈচাশিক হত্যাকান্ড- প্রধান বিচারপতি