প্রশাসনের কর্মচারীদের প্রতি দ্রুততম সময়ে সেবা দেওয়ার নির্দেশ খুলনা বিভাগীয় কমিশনারের প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০ | আপডেট: ১০:০৮:অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার থেকে প্রশাসনের ১১ থেকে ১৬তম এবং ১৭ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বার্ষিক ৬০ ঘণ্টা প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে খুলনা বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, নতুন টেকনোলজির সাথে কর্মচারীদের খাপ খাইয়ে দক্ষতা বৃদ্ধি করতে হবে। আগ্রহ থাকলেই কেবল নতুন টেকনোলজি সম্পর্কে ভালো জ্ঞান অর্জন সম্ভব। এসময় তিনি বিদ্যমান আইন কানুনের সাথে খাপ খাইয়ে দক্ষতা অর্জন এবং দ্রুততম সময়ে মানুষকে সেবা প্রদানের নির্দেশ দেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ প্রমুখ। সুন্দরবনটাইমস.কম/ডেক্স খুলনা বিভাগীয় কমিশনারসাতক্ষীরা জেলা প্রশাসক সংবাদটি পড়া হয়েছে ২৩১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় এক যাত্রী নিহতের ঘটনায় ঘাতক ভ্যানচালক গ্রেপ্তার শ্যামনগরে মৎস্যঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার