সাতক্ষীরায় উগ্রবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০ | আপডেট: ৮:৫০:অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০ নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মো. ইলতুৎমিশ, স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকত, ডিএমপির সিসিটিসির এডিসি নাজমুল হোসেন প্রমুখ। সভায় জেলা প্রশাসক মুজিববর্ষে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা গড়ার জন্য গ্রাম পুলিশদের প্রতি আহবান জানিয়ে বলেন, গ্রাম পুলিশরা তৃণমূল এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন অপকর্মই তাদের নজর এড়ায় না। তাই সন্ত্রাস ও জঙ্গি নির্মূলে তাদের আন্তরিক হয়ে কাজ করতে হবে। এটা তাদের ঈমানী দায়িত্ব। সেমিনারে জেলার প্রত্যেক ইউনিয়ন পরিষদের দফাদার ও চৌকিদাররা অংশ নেন। সুন্দরবনটাইমস.কম/ডেক্স উগ্রবাদ প্রতিরোধে করণীয় সংবাদটি পড়া হয়েছে ৩০৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু সড়ক দূর্ঘটনায় পাটকেলঘাটার দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু