আশাশুনির বড়দল বাজার কালী মাতা মন্দির প্রতিষ্ঠা শত বছর পূর্তি উপলক্ষে প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০ | আপডেট: ৯:০৩:অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০ নিজস্ব প্রতিবেদক, আশাশুনি(সাতক্ষীরা): আশাশুনির বড়দল বাজার শ্রী শ্রী কালী মাতা মন্দির প্রতিষ্ঠার শত বছর পূর্তি উপলক্ষে প্রতিমায় নতুন প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বড়দল ইউনিয়নের বড়দল বাজার শ্রী শ্রী কালী মাতা মন্দির প্রতিষ্ঠা শত বছর পূর্তি উদযাপন উপলক্ষে শত বর্ষীয়ান প্রাচীন মন্দির বিসর্জন শেষে নতুন প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করে পূজা করা হয়। চার দিনব্যাপী এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে মাতৃভক্ত মন্ডলী ও সুভাষ সরকারের সহযোগিতায় এবং মিলন কুমার শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস এম সাহেব আলী, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তৌষিকে কাইফু, আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, কৃষক লীগ নেতা ফারুক সানা, প্রজন্মলীগের সভাপতি মুরশিদ আলম, বড়দল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সোহরাব হোসেন মোড়ল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু রায়হান সুমন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আজিজ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মহসিন আলী লিটন, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক বি এম আলাউদ্দীন, আল-আমিন যুব সংঘের সভাপতি এস এম শরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা কামাল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপজেলা আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা কাঁধে কাঁধ মিলিয়ে আশাশুনি উপজেলার উন্নয়নের লক্ষে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ২০০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন বঙ্গোপসাগর আলোর কোল দুবলার চরে সাপের দংশনে মৎস্যজীবী এক যুবকের মৃত্যু আশাশুনিতে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক