কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের প্রধান পৃষ্ঠপোষকের সাথে নতুন কমিটির শুভেচ্ছা বিনিময় প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০ | আপডেট: ৯:৩৭:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০ নিজস্ব প্রতিবেদক, কলারোয়া(সাতক্ষীরা): কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের প্রধান পৃষ্ঠপোষক ও এমআর ফাউন্ডেশন’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের সাথে কপাই’র নবনির্বাচিত কর্মকর্তারা শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন। রবিবার সন্ধ্যায় পৌর সদরের এমআর ফাউন্ডেশন’র নিজস্ব কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। এসময় কপাই’র প্রধান পৃষ্ঠপোষক মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান নতুন নেতৃত্ব। মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের নবনির্বাচিত সভাপতি শেখ শহিদুল ইসলাম, সহ.সভাপতি প্রধান শিক্ষক আব্দুর রব, সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, পাঠাগার সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, ক্রীড়া সম্পাদক আবু তাহের মোল্যা, সাংস্কৃতিক সম্পাদক বিশ্বনাথ দেবনাথ, দপ্তর সম্পাদক ফারুক হোসেন স্বপন, প্রচার সম্পাদক শাহাদাৎ হোসেন শ্যামল, কার্য নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, অধ্যাপক রামাকান্ত সরকার, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, অধ্যাপক শাহাদাৎ হোসেন ও মাস্টার অনুপ কুমার ঘোষ, সাবেক কার্য নির্বাহী সদস্য অধ্যাপক আবুল খায়ের, সন্তোষ কুমার পাল, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক রফিকুল ইসলাম ও সদস্য মাস্টার হুমায়ন কবিরসহ সদস্যবৃন্দ। পাবলিক ইন্সটিটিউটের সাংগঠনিক কার্যক্রম, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চাকে আরও প্রতিয়মান করার প্রত্যশা উঠে আসে মতবিনিময় বক্তাদের কাছ থেকে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ১৭৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়ায় ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্য নিহত কলারোয়া সীমান্ত থেকে ১৩২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার