আশাশুনির প্রতাপনগর মাদ্রাসায় ৬৩ তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০ | আপডেট: ৯:১৬:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০
নিজস্ব প্রতিবেদক, আশাশুনি(সাতক্ষীরা):
আশাশুনিতে ৬৩ তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর হইতে রাতব্যাপী প্রতাপনগর এ বি এস ফাজিল স্নাতক মাদ্রাসায় এ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতাপনগর এ বি এস স্নাতক মাদ্রাসা প্রতিষ্ঠাতার সন্তান ঢাকা আলিয়া মাদ্রাসার সহযোগী অধ্যাপক আলহাজ্ব মাওঃ জি এম মেহেরুল্লাহ এর সভাপতিত্বে, অধ্যক্ষ মাওঃ শহিদুল্লাহর উপস্থাপনায় মাহফিলে কুরআন হাদীসের আলোকে তাফসির পেশ করেন দারুন নাজাত সিদ্দিকীয়া কামেল মাদ্রাসা ঢাকার মুফাসসিরে কুরআন সাইফুল ইসলাম বেলালী, বাংলাদেশ মুফাসছির পরিষদ সদস্য হযরত মাওলানা রেজাউল করিম, মোহনা টিভি আলোচক হাফেজ হযরত মাওলানা মুফতী মোঃ কামরুজ্জামান. হযরত মাওলানা রফিকুল ইসলাম সাইফি।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আলহাজ্ব শেখ মোঃ ইয়াছিন আলী, আশাশুনি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান, প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মাসুম বিল্লাহ, আল কাছওয়া ওল ওমরা হজ্ব ট্রাভেল এজেন্সি পরিচালক আলহাজ্ব হাফেজ মাওঃ মুয়াজ্জাজ হাসান। এছাড়া স্থানীয় বিভিন্ন আলেমেদ্বীন আলোচনা করেন। ওয়াজ মাহফিলে কুরআন হাদীসের তাফসির শেষে ফজর নামাজের পর বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক