খাইরুল আলম তালার ইসলামকাটি দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০ | আপডেট: ৯:৩৪:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০

এম,এ, মান্নান, তালা(সাতক্ষীরা):
তালার ইসলামকাটী সরদার নুরুল ইসলাম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন মো. খাইরুল আলম সরদার। এই নিয়ে টানা ৩বার তিনি অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ছাড়াও খাইরুল আলম সরদার ইসলামকাটি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

জানাগেছে, ইসলামকাটি সরদার নুরুল ইসলাম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত হয়। এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান সহ ইসলামকাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আজিজ, ইউপি সদস্য আসাদ মৃধা, সঞ্জয় কুমার দে, যুবলীগ নেতা ইমদাদ হোসেন সহ মাদ্রাসার শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন ও রায়হান সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। নির্বাচনে সভাপতি পদে অন্য কোনও প্রার্থী না থাকায় যুবলীগ নেতা মো. খাইরুল আলম সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। এই নির্বাচিত হবার মধ্য দিয়ে তিনি টানা ৩বার অত্র মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন।

সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক