কেশবপুরে যুবলীগ নেতাকে মারপিটের ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা: আটক ৩ প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০ | আপডেট: ৫:০০:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০ মশিয়ার রহমান, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলুকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়কসহ ১৫ নেতাকর্মীর নামে থানায় মামলা হয়েছে। ১৯ ফেব্রুয়ারী (বুধবার) ওই যুবলীগ নেতার ভাই উপজেলার হদ গ্রামের নাজমুল হুসাইন বাদি হয়ে মামলাটি করেছেন। তাকে সঙ্গাহীন অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, যশোর- ৬ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদারের কেশবপুরে আগমন উপলক্ষে কর্মী সমাবেশের পূর্ব প্রস্তুতি সভায় যোগাদনের জন্য ১৮ ফেব্রুয়ারী বিকেলে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলু কেশবপুরে আসেন। সভা শেষে পৌনে ৬ টার সময় মোটর সাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে কেশবপুর পৌরসভার সামনে আসলে পূর্ব শত্রুতার জের ধরে যুবলীগের ২০ থেকে ২২ জন নেতাকর্মী তার গতিরোধের চেষ্টা করে ধাওয়া করে। এ সময় আতœরক্ষার্থে সে শহরের ডাকবাংলো সড়ক দিয়ে পালানোর চেষ্টা করলে এক পর্যায়ে তাকে ধরে লাঠি দিয়ে পিটিয়ে ও লাথি-গুতা মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। মুমূর্ষূ অবস্থায় এলাকাবাসি তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বুধবার এ ঘটনায় ওই যুবলীগ নেতার ভাই নাজমুল হুসাইন বাদি হয়ে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাহারিয়ার রহমান সান্টুসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন যার নং ১০। থানা পুলিশ অভিযান চালিয়ে পৌর এলাকার বালিয়াডাঙ্গার সারাফাত হোসেন সোহান, হদ গ্রামের আবদূল করিম ওরফে ডালিম ও পাঁজিয়া গ্রামের হাবিবুর রহমানকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু সাঈদ বলেন, এ মামলায় এজাহার নামীয় আসামী ৩ জনকে আটক করে যশোর আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের আটকের অভিযান অব্যাহত রয়েছে। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক সংবাদটি পড়া হয়েছে ১৮৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু কেশবপুরে মৎস্য চাষীরা পেল মাছের পোনা খাদ্যসহ বিভিন্ন উপকরণ