চুকনগরে সরকারী জায়গা অবৈধভাবে দখল করে ঘিরে রাখায় ৫টি পরিবার গৃহবন্দী

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০ | আপডেট: ৪:২৪:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা):
চুকনগর খুলনা মহাসড়কের রোডস্ এ্যান্ড হাইওয়ের জায়গায় জোরপূর্বক অবৈধভাবে দখল করে চলাচলের রাস্তা অমানবিকভাবে বন্দ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ৫টি পরিবার গৃহবন্দী হয়ে পড়েছে। নিরুপায় হয়ে সরকারী মহাসড়কের জমি দখল মুক্ত করার জন্য খুলনার সড়ক ও সেতু বিভাগ নির্বাহী প্রকৌশলী বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

প্রাপ্ত অভিযোগ (রিসিভ কপি) সূত্রে, ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামের আব্দুল মালেক শেখের পুত্র আবুল হোসেন শেখ নামে এক ব্যক্তি চুকনগর খুলনা মহাসড়কের রোডস এ্যান্ড হাইওয়ে প্রায় ৫/৬শতক জমি জোর পূর্বক অবৈধভাবে করে নিয়েছে। জমিটি তিনি শুধু দখল করেই ক্ষ্যান্ত হননি। বরং সেখানে বসতবাড়ি নির্মান করে চর্তুরপাশ এমনভাবে ঘিরে রেখেছে যে, ভিতরে পৈত্রিক সম্পত্তিতে বসবাস করা ৫টি পরিবারের প্রায় ২০জন সদস্য গৃহবন্দী হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সামান্য রাস্তার জন্য আপোষ মিমাংশারও চেষ্টা করে ব্যর্থ হয়েছে তারা। নিরুপায় হয়ে সরকারী মহাসড়কের জমি দখলমুক্ত করার জন্য ১৭ফেব্রুয়ারী চুকনগর গ্রামের মৃত সাহেব আলী সরদারের পুত্র মোঃ মজিবর রহমান সরদার বাদী হয়ে খুলনার সড়ক ও সেতু বিভাগ নির্বাহী প্রকৌশলী বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক