চুকনগরে ভ্রাম্যমান আদালতে জরিমানা প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০ | আপডেট: ৪:২৯:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চুকনগরে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। বুধবার দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করেন খুলনা বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইব্রাহিম হোসেন ও মোঃ নাজমুল হাসান, খুলনা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহিনুর রহমান। এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ফারুক হোসেনের জ্যোর্তিময় ফার্মেসী থেকে ৫হাজার টাকা ও মেসার্স আক্তার হোসেনের গাজী মেডিকেল হল থেকে ৩হাজার টাকা, ডাঃ গৌতম এর কাছ থেকে ২হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ও মূল্যবিহীন বিদেশী কসমেটিক্র সামগ্রী রাখার অপরাধে মনিরুল ইসলামের আছিয়া কসমেটিক্র থেকে ২হাজার টাকা ও আমজাদ হোসেনের আপন কসমেটিক্র থেকে ২হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস সংবাদটি পড়া হয়েছে ১৮৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত চুকনগরের হত্যাকান্ড শুধু নারকীয় নয়, এটি পৈচাশিক হত্যাকান্ড- প্রধান বিচারপতি