কেশবপুরে পুলিশি অভিযানে মাদক ব্যবসায়ীসহ আটক ৯ প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০ | আপডেট: ৩:৪৮:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০ মশিয়ার রহমান, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ ৯ জনকে আটক করেছে। মাদক ব্যবসায়ী দুজনের বিরুদ্ধে থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। আটককৃতদের সোমবার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু সাঈদ বলেন, রোববার রাতে থানার উপপরিদর্শক কামরুজ্জামান, ফজলে রাব্বি মোল্যাসহ পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা কালে উপজেলার লক্ষিনাথকাটি গ্রামের আলাউদ্দিন দপ্তরীর ছেলে চিহ্নিত মাদক তারিকুল ইসলামকে ১০ পিস ইয়াবা ও আলতাপোল গ্রামের মৃত নূর মোহাম্মদ বিশ্বাসের ছেলে তাজ উদ্দিনকে ১০০ গ্রাম গাঁজাসহ নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়েছে। একই অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার চিংড়া গ্রামের মোজাম আলীর স্ত্রী ফতেমা বেগম, মৃত চাঁদ আলীর ছেলে মোক্তার আলী, নারায়নপুর গ্রামের মৃত শেখ হাসান আলীর ছেলে শেখ ফরিদ উদ্দিন, শেখ আবদুল মজিদের ছেলে নুরে আলম সিদ্দিক, গোবিন্দপুর গ্রামের আবদুল গফুরের ছেলে তরিকুল ইসলাম, ফতেপুর গ্রামের মনতাজ আলীর ছেলে আবুল কাশেম ও মাদার ডাঙ্গা গ্রামের নিবারন দাসের ছেলে কালিপদ দাসকে নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী তারিকুল ইসলাম ও তাজ উদ্দিনের বিরুদ্ধে কেশবপুর থানায় দুটি পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তারা পুলিশের তালিকাভুক্ত ছিল। আটককৃতদের সোমবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক সংবাদটি পড়া হয়েছে ১৬২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু কেশবপুরে মৎস্য চাষীরা পেল মাছের পোনা খাদ্যসহ বিভিন্ন উপকরণ