রাজগঞ্জ প্রেসক্লাবের বনভোজন আগামী ৬ই মার্চ প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০ | আপডেট: ৫:৪০:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর(যশোর): যশোরের রাজগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ২৮শে ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ৬ই মার্চ (শুক্রবার) ঝাঁপা বাওড়ের দৃশ্যমান ভাসমান সেতুর উপরে অনুষ্ঠিত হবে। এতে ৫ সদস্য বিশ্বিষ্ট আহবায়ক কমিটিতে সাংবাদিক এরশাদ আলী, মফিজুর রহমান, জি.এম ফারুখ, উত্তম চক্রবর্তী, রাশেদ আলীর কাছে বনভোজনের নির্ধারিত টাকা আগামী ২৫শে ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করার জন্য সকল সদস্যকে আহবান জানানো হয়েছে। প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এক বিবৃতিতে এ আহবান জানিয়েছেন। সুন্দরবনটাইমস.কম/উত্তম চক্রবর্তী বঙ্গবন্ধু ভাসমান সেতু সংবাদটি পড়া হয়েছে ১২৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রয়েছে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য রাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিকসহ দুইজন নিহত