চুকনগরে এনজিও কর্মী সেজে ঋনের কিস্তি আদায়কালে বরখাস্তকৃত কনষ্টেবল আটক

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০ | আপডেট: ৫:২১:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা):
চুকনগরে এনজিও কর্মী সেজে ঋনের কিস্তি আদায়কালে পুলিশ সদস্যসহ দুই প্রতারককে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরের দিকে ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

পুলিশ সূত্রে জানা যায়, খুলনা মহানগরী খানজাহান আলী থানাধীন যোগীপোল গ্রামের আজগর আলী শেখের পুত্র পুলিশের সাময়িক বরখাস্তকৃত কনষ্টেবল আশিকুর রহমান ওরফে এজাজ (৩২) কং নং ৪৫২ তার কথিত স্ত্রী রাশিদা বেগম (২৫) কে সাথে নিয়ে উপজেলার কাঞ্চনপুর গ্রামের এনজিও আশা’র ঋণ গ্রহীতা আইয়ুব আলী মাহমুদের কাছে সংস্থার কর্মী সেজে কিস্তির টাকা আনতে যান। এসময় আইয়ুব আলীকে বলেন আমরা আশা থেকে এসেছি তোমার কিস্তির টাকা দাও। তাদের আচরণে আইয়ুব আলীর সন্দেহ হলে তিনি বলেন আমরাতো আপনাদের চিনতে পারছি না। তখন প্রতারকদ্বয় বলেন, আগের কর্মী বদলি হয়ে গেছে আমরা নতুন এসেছি।

এমতাবস্থায় আইয়ুব বিষয়টি আশা’র চুকনগর শাখা ব্যবস্থাপককে জানালে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তাদের বলেন এরা আমাদের কোন কর্মী নয়। তখন স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মাগুরাঘোনা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা প্রতারনা কথা স্বীকার করেন। এরপর পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। এব্যাপারে আইয়ুব আলী মাহমুদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেছেন। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক