বাঁচার জন্য হাটতে এসে মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০ | আপডেট: ৮:০৫:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০ উত্তম চক্রবর্তী: বাঁচার জন্য হাটতে এসে আনোয়ারা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা মটর সাইকেলের ধাক্কায় মৃত্যু হয়েছে। মৃত বৃদ্ধা আনোয়ারা যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মোবারকপুর গ্রামের মৃত আজিম আলী দফাদারের স্ত্রী ও ৪ ছেলে, ৪ মেয়ে সন্তানের জননী। জানাগেছে- ডায়াবেটিসের রোগে আক্রান্ত আনোয়ারা বেগম। সে প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে (ভোর বেলা) বাড়ী থেকে হাটতে বের হয়। হাটতে হাটতে রাজগঞ্জ বাজার অভিমুখে কৃত্তিবাসের মোড় নামক স্থানে পৌছালে পাশ থেকে একটি চলন্ত মটর সাইকেল বৃদ্ধা আনোয়ারাকে ধাক্কা দেয়। সেখানে পড়ে যেয়ে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় শিক্ষক আব্দুল মাজিদ এ মত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, বৃদ্ধা আনোয়ারা’র মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ২১৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য