রাজগঞ্জে ছাদ থেকে পড়ে কৃষকের মৃত্যুতে এলাকায শোকের ছায়া

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০ | আপডেট: ১০:৩৩:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০

উত্তম চক্রবর্তী:

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

মণিরামপুরের রাজগঞ্জ এলাকায় ছাদ থেকে পড়ে আহত, শাহাজামাল হোসেন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শাহাজামাল হোসেন রাজগঞ্জ এলাকার খেদাপাড়া গ্রামের মৃত জবেদ আলীর ছেলে ও ওই গ্রামের বাসিন্দা।

জানাগেছে, শাহাজামাল হোসেন রবিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তার বাড়ীর ছাদে ধান শুকানোর কাজ করছিলো। এসময় অসাবধানতায় ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (০৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মৃত্যু বরণ করেন শাহাজামাল হোসেন।
স্থানীয় শিক্ষক হাবিবুর রহমান এ মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন- শাহাজামাল হোসেনের মৃত্যুতে এলাকায শোকের ছায়া নেমে এসেছে।

সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক/মনিরামপুর(যশোর)

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক