হরিহরনগর আলহাজ্জ্ব হানেফ আলী মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০ | আপডেট: ৩:১২:অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

উত্তম চক্রবর্তী: যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার হরিহরনগর ইউনিয়নের আলহাজ্জ্ব হানেফ আলী দাখিল মাদ্রাসার এস.এস.সি পরীক্ষার্থীদের শতভাগ সাফল্য কামনায় বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল (৩০শে জানুয়ারি) ২০২০ইং বৃহস্পতিবার সকাল ১০ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এতে অত্র মাদ্রাসার সভাপতি আব্দুল আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের ভালো ফলাফলের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য রাখেন- হরিহরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন কুমার ধর, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- মাদ্রাসার সহকারী শিক্ষক, হরিহরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম, হরিহরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, বিশিষ্ঠ সমাজসেবক, ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মোঃ নূরুজ্জামান হোসেন, অত্র মাদ্রাসার সুপার আব্দুস সামাদ সহ ম্যানেজিং কমিটির সদস্য, প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা। উল্লেখ্য, হরিহরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নূরুজ্জামান হোসেন ও অত্র মাদ্রাসার সভাপতি আব্দুল আজিজ এর নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক/মনিরামপুর(যশোর)

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক