সাতক্ষীরা পিএনবিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০ | আপডেট: ৮:১৭:অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০ নিজস্ব প্রতিবেদক: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে সাতক্ষীরা পি এন বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক পতœী লাভলী কামাল ও পুলিশ সুপার পত্নী নাদিয়া আফরোজ। অতিথিবৃন্দ পি এন বিয়াম স্কুলের পরিচ্ছন্ন আঙ্গিনা এবং সুশৃঙ্খল পরিবেশ দেখে মুগ্ধ হন এবং আশা প্রকাশ করেন ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা তথা ক্লিন বাংলাদেশ গ্রিন বাংলাদেশ বিনির্মাণন পি এন বিয়াম ল্যাবরেটরি স্কুলের ছাত্রছাত্রীরা কার্যকর ভূমিকা পালন করবে। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সুন্দরবনটাইমস.কম/ডেক্স পিএন বিয়াম ল্যাবরেটরি স্কুল সংবাদটি পড়া হয়েছে ১১৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়া সীমান্ত থেকে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা, অস্ত্র ও বিস্ফোরক মামলায় সাক্ষ্যগ্রহন শুরু